রোববার (১৪ সেপ্টেম্বর) রাতের দিকে মন্ত্রী নিয়োগকে কেন্দ্র করে বালুওয়াতারে প্রধানমন্ত্রী অফিসের সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। নেপালের ডিজিটাল ম্যাগাজিন সেতোপতি'র বরাত বিজ্ঞপ্তিতে ও বিজনেস স্ট্যান্ডার্ডে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিক্ষোভকারীরা সুশীলা কার্কিকে পদত্যাগের আহ্বান জানিয়ে স্লোগান দেন।
বালুওয়াতারে জমায়েত হওয়া বিক্ষোভকারীদের বক্তব্য তারা মন্ত্রিসভা সম্প্রসারণের আগে পরামর্শ করা হয়নি। উল্লেখ্য, গুরুং দলের পক্ষ থেকে ওম প্রকাশ আরিয়ালের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের প্রতি প্রতিবাদ ছিল।
সুদান গুরুং সতর্ক করে বলেন, “সবাইকে ছুড়ে ফেলবে।” তিনি আরও দাবি করেন যে বর্তমান সরকারকে ক্ষমতায় আনায় গুরুংদের ভূমিকা থাকায় কাউকে তাদের থামাতে সক্ষম হবে না। গুরুংয়ের কথায়, “আমরা যদি আবার রাস্তায় আসি, কেউ আমাদের থামাতে পারবে না। আমরা যেখানে রেখেছি সেখান থেকেই তাদের উপড়ে ফেলব।” আরিয়ালকে নিয়েও তিনি বলেন, “ওম প্রকাশ আরিয়াল, আইনজীবী, তিনি ভেতর থেকে নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী বানাচ্ছেন!”

আপনার মতামত লিখুন :