তৃতীয় বিশ্বভুক্ত দেশগুলোর অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার যে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা বাস্তবায়নে তাড়াহুড়ো না করতে মার্কিন প্রেসিডেন্টকে আহ্বান জানিয়েছে জাতিসংঘের দুই অঙ্গসংস্থা। একটি হলো শরণার্থী বিষয়ক অঙ্গসংস্থা ইউএনএইচআরসি এবং অপরটি মানবাধিকার বিষয়ক অঙ্গসংস্থা ওএইচসিএইচআর।
আজ শুক্রবার সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওএইচসিএইচআরের মুখপাত্র জেরেমি লওরেন্স আন্তর্জাতিক আইন অনুসারে শরণার্থীদের অধিকারের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আন্তর্জাতিক আইন শরণার্থীদের সুরক্ষা পাওয়ার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে এ আইন মেনে চলা উচিত।”
একই সংবাদ সম্মেলনে উপস্থিত ইউএনএইচসিআরের মুখপাত্র ইউজিন বাইউন বলেন, “যখন কোনো জনসমষ্টি শরণার্থী হিসেবে কোনো দেশে আসে, সেই জনসমষ্টির অধিকাংশই আশ্রয়দাতা দেশের আইন মেনে চলে।”
“আমরা সত্যিই চাই যে যেসব দেশ শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের বসবাসের অনুমতি দিয়েছে, তারা যেন আশ্রিতদের প্রতি সুবিচার করে।”
গত বুধবার রাজধানী ওয়াশিংটন ডিসিতে মার্কিন আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন আফগানিস্তানের নাগরিক রহমানউল্লাহ লাকনওয়াল। এতে গুরুতর আহত হন দুই জন ন্যাশনাল গার্ড সদস্য। তাদের মধ্যে একজন ইতোমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

আপনার মতামত লিখুন :