ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিল হামাস

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫

আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিল হামাস

ছবিঃ সংগৃহীত

আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে মরদেহ দুটি আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করে সংগঠনটি। পরবর্তীতে রেডক্রস মরদেহগুলো ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়।

ইসরায়েলি সূত্র জানায়, রাতেই নিহতদের মরদেহ তেলআবিবের ন্যাশনাল সেন্টার অব ফরেনসিক মেডিসিনে নেওয়া হয়। সেখানে ডিএনএ পরীক্ষার পর মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এখন পর্যন্ত হামাস মোট ১৫ জিম্মির মরদেহ ফেরত দিয়েছে। চুক্তি অনুযায়ী, সংগঠনটি ২৮টি মরদেহ ফেরত দেওয়ার কথা। এখনও ১৩ জনের মরদেহ উদ্ধার করা যায়নি। হামাসের দাবি, অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন এবং সরঞ্জামের ঘাটতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও গত রোববার গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়। দীর্ঘ সময়ের হামলার পর রাতের দিকে আবারও যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেয় ইসরায়েল।

মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেও ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত অন্তত ৯৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আমার ক্যাম্পাস

Link copied!