ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

দেওবন্দ সফরে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, পেলেন উষ্ণ অভ্যর্থনা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫

দেওবন্দ সফরে তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, পেলেন উষ্ণ অভ্যর্থনা

ছবিঃ সংগৃহীত

ভারতের ঐতিহাসিক ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১০টায় তিনি সড়কপথে দেওবন্দে পৌঁছান, এ সময় তাকে দেওয়া হয় উষ্ণ অভ্যর্থনা

মুত্তাকি সেখানে দারুল উলুমের মহাপরিচালক মুফতি আবুল কাসেম নোমানী এবং জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানিসহ শীর্ষ ইসলামি আলেমদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি দেওবন্দ ক্যাম্পাস পরিদর্শন ও শিক্ষক-পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেন।

বৈঠকে মুত্তাকি বলেন,

“দারুণ অভ্যর্থনার জন্য আমি কৃতজ্ঞ। আশা করি ভারত ও আফগানিস্তানের সম্পর্ক আরও এগিয়ে যাবে। আমরা নতুন কূটনীতিক পাঠাবো, এবং আশা করি আপনারাও কাবুল সফর করবেন।”

ছয় দিনের ভারত সফরে রয়েছেন তালেবান সরকারের এই মন্ত্রী। পর্যবেক্ষকদের মতে, তার এই সফরকে ভারত-আফগানিস্তান কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে — কারণ, তালেবান ক্ষমতা নেওয়ার পর এটাই কোনো সিনিয়র নেতার প্রথম দেওবন্দ সফর

আগামীকাল রোববার মুত্তাকি যাবেন আগ্রা, যেখানে তিনি তাজমহল পরিদর্শন করবেন। সোমবার তিনি নয়াদিল্লিতে ভারতীয় ব্যবসায়ী ও শিল্পখাতের প্রতিনিধিদের সঙ্গে বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের শুরুতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি কাবুলে গিয়ে মুত্তাকির সঙ্গে বৈঠক করেছিলেন।

আমার ক্যাম্পাস

Link copied!