ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

গাজায় ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা, যুদ্ধবিরতি নিয়ে আশার আলো

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫

গাজায় ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা, যুদ্ধবিরতি নিয়ে আশার আলো

ছবিঃ সংগৃহীত

কান্না আর হাসির ছায়ায় গাজায় ফিরছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। গাজার দক্ষিণের খান ইউনিসে দাঁড়িয়ে ৩২ বছর বয়সী আমীর আবু ইয়াদে বলেন, “আঘাত আর শোক বয়ে ফিরছি, তবু ফিরে আসতে পেরেছি—এই জন্য আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা।” আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে তিনি এ কথা জানিয়েছেন।

শুক্রবার, বাংলাদেশ সময় দুপুরের পর, ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বিপুল সংখ্যক গাজাবাসী নিজের বাসভূমিতে ফিরে আসতে শুরু করেন। দীর্ঘ সহিংসতা ও ক্ষয়ক্ষতির মধ্যেও এই ফেরা অনেকের কাছে নতুন আশার প্রতীক।

৩৯ বছর বয়সী মোহাম্মদ মরতাজা তার বাড়ি খুঁজতে ফিরছেন। তিনি বলেন, “আমি প্রার্থনা করি—আমার বাড়ি যেন এখনো দাঁড়িয়ে থাকে। যুদ্ধ আর ফিরে না আসে, সেটাই চাই।”

৫৩ বছর বয়সী আরিজ আবু সাদাহে দীর্ঘ সময় পর ফিরলেও মন ভারাক্রান্ত। যুদ্ধের সময় তিনি তার এক ছেলে ও এক মেয়েকে হারিয়েছেন। তিনি বলেন, “যুদ্ধবিরতির খবরে কিছুটা শান্তি অনুভব করছি। সন্তানদের হারানো কখনও ভোলার নয়। তবে ঘরে ফেরার অনুভূতিও অমূল্য।”

৭ অক্টোবর ২০২৩ থেকে গাজা উপত্যকায় ইসরাইলি বাহিনী একের পর এক ভয়াবহ হামলা চালিয়েছে। এই দুই মাসের সংঘাতে প্রাণ হারিয়েছেন ৬৭ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় ১ লাখ ৭০ হাজারের কাছাকাছি। পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দেয় ইসরাইলি সেনাবাহিনী। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী তারা নির্ধারিত কিছু এলাকায় সীমাবদ্ধ থাকবে।

আমার ক্যাম্পাস

Link copied!