ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

আফগানিস্তানে আর সক্রিয় নয় কোনো সন্ত্রাসী গোষ্ঠী: আমির খান মুত্তাকি

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫

আফগানিস্তানে আর সক্রিয় নয় কোনো সন্ত্রাসী গোষ্ঠী: আমির খান মুত্তাকি

ছবিঃ সংগৃহীত

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি দাবি করেছেন, পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বা এবং জইশ-ই-মোহাম্মদ আফগান ভূখণ্ডে এখন আর সক্রিয় নয়। তিনি বলেছেন, এসব গোষ্ঠীর কোনো উপস্থিতিই দেশে নেই এবং তারা আফগানিস্তানে আর কোনও জমি নিয়ন্ত্রণে রাখে না।

মুত্তাকি ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “গত চার বছরে আমরা আমাদের দেশে সব সন্ত্রাসী গোষ্ঠী নিশ্চিহ্ন করেছি। ২০২১ সালের আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান অবস্থার তুলনা করা যায় না।” তিনি আরও বলেন, পাকিস্তানসহ অন্যান্য দেশও যদি প্রকৃত শান্তি চায়, তবে তাদেরও একই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত।

মুত্তাকির ভারত সফরের সময় দুই দেশের কূটনৈতিক সম্পর্ক পূর্ণমাত্রায় পুনঃস্থাপন করা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ঘোষণা করেছেন, কাবুলে ভারতের টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করা হবে। মুত্তাকি বলেছেন, ভারত আফগানিস্তানের উন্নয়ন ও স্থিতিশীলতায় গুরুত্ব দিয়ে সহযোগিতা করছে।

সাক্ষাৎকারে মুত্তাকি সম্প্রতি কাবুল সীমান্তবর্তী অঞ্চলে ঘটানো বিস্ফোরণকে উল্লেখ করে সরাসরি পাকিস্তানের দায়ের আঙুল তুলেছেন। তিনি বলেন, “এই ধরনের হামলা সীমান্তবর্তী দুর্গম এলাকায় সংঘটিত হয়েছে এবং এটি পাকিস্তানের সাহায্যে হয়েছে। এভাবে সমস্যার সমাধান হয় না।”

মুত্তাকি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আফগানদের ধৈর্য পরীক্ষা করতে চায়, তারা অতীতের উদাহরণ দেখে নিক—সোভিয়েত, আমেরিকা ও ন্যাটোর অভিজ্ঞতা। তিনি বলেন, আফগানিস্তান পাকিস্তানের সঙ্গে সম্পর্ক চাই, তবে সমতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে। একতরফা প্রচেষ্টায় স্থায়ী সম্পর্ক সম্ভব নয়।

সম্প্রতি আফগানিস্তানে সংঘটিত ভূমিকম্পে ভারতের দ্রুত সাড়া দেওয়ার প্রশংসা করে মুত্তাকি বলেন, “ভারত আমাদের জন্য বিশ্বস্ত বন্ধু। আমরা চাই এই সম্পর্ক আরও গভীর হোক—ভিত্তি হোক পারস্পরিক শ্রদ্ধা, বাণিজ্য ও মানুষের সংযোগের ওপর।”

যুক্তরাষ্ট্রের বিষয়ে মন্তব্য করতে গিয়ে মুত্তাকি বলেন, ভারত ও আফগানিস্তানের উচিত যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আলোচনার মাধ্যমে চলা। বাণিজ্যিক সম্পর্কের জন্য সব রুট খোলা রাখা জরুরি, যাতে উভয় দেশই ক্ষতিগ্রস্ত না হয়।

আমার ক্যাম্পাস

Link copied!