ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

ছবিঃ সংগৃহীত

আগামী মাস থেকে চীনা পণ্যের ওপর বাড়তি ১০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি গুরুত্বপূর্ণ সফটওয়্যারের ওপরও রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের ইঙ্গিত দিয়েছেন তিনি। শুক্রবার (১০ অক্টোবর) সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, “চীন তাদের বিরল জ্বালানি রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে বৈশ্বিক বাজারে এক ধরনের শত্রুতাপূর্ণ অবস্থান নিয়েছে। এর মাধ্যমে তারা বিশ্বকে জিম্মি করার চেষ্টা করছে।”

চীনের এমন নীতির বিরোধিতা জানিয়ে ট্রাম্প আরও জানান, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠক থেকে সরে দাঁড়ানোর কথাও বিবেচনা করছেন তিনি। “বৈঠকটি এখনও বাতিল করা হয়নি, তবে সেটি আদৌ হবে কি না, তা নিশ্চিত নই,”— বলেন ট্রাম্প।

এ ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের প্রভাব পড়ে। প্রধান সূচকগুলো গড়ে ২ দশমিক ৭ শতাংশ পর্যন্ত কমে যায়, যা এপ্রিলের পর থেকে সর্বোচ্চ দৈনিক পতন বলে জানিয়েছেন মার্কিন আর্থিক বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য উত্তেজনা নতুন করে জ্বলে উঠলে বৈশ্বিক বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে প্রযুক্তি ও জ্বালানি খাতে অস্থিতিশীলতা দেখা দিতে পারে বলে তারা আশঙ্কা করছেন।

আমার ক্যাম্পাস

Link copied!