ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

গাজায় শান্তি পরিকল্পনার প্রথম দফায় রাজি হয়েছে ইসরায়েল ও হামাস: ডোনাল্ড ট্রাম্প

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫

গাজায় শান্তি পরিকল্পনার প্রথম দফায় রাজি হয়েছে ইসরায়েল ও হামাস: ডোনাল্ড ট্রাম্প

গাজা অঞ্চলে যুদ্ধবিরতির জন্য প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম দফায় ইসরায়েল ও হামাস দু’পক্ষই সম্মত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ অক্টোবর) তিনি নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে এ তথ্য জানিয়ে বলেছেন, শান্তি চুক্তির মাধ্যমে খুব শীঘ্রই সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল তাদের সৈন্যদের গাজা থেকে প্রত্যাহার করবে।

এর আগে ট্রাম্প গত মাসে গাজার জন্য ২০ দফা বিশদ শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। এর ভিত্তিতে সোমবার থেকে মিসরের পর্যটন শহর শারম আল-শেখে আলোচনা শুরু হয়। বুধবার তৃতীয় দিনেও আলোচনায় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানি এবং তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা ঘোষণা করেছেন যে, যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম পর্যায়ের সব বিধান ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে উভয় পক্ষ একটি চুক্তিতে পৌঁছেছে। এর ফলে গাজায় যুদ্ধ বন্ধ হবে, ইসরায়েলি জিম্মিরা দেশে ফিরে যাবে এবং ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পাবে। পাশাপাশি গাজার উপকূলে মানবিক সহায়তা ও খাবার প্রবেশ নিশ্চিত হবে।

২০১৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালায়, যার ফলে ১ হাজার ২১৯ জন নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি নেয়া হয়। তাদের মধ্যে এখনও ৪৭ জন জিম্মি রয়েছে এবং ২৫ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। অন্যদিকে, হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই বছরে ইসরায়েলের হামলায় গাজায় অন্তত ৬৭ হাজার ১৭৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ২০ হাজার ১৭৯ জন শিশু।

আমার ক্যাম্পাস

Link copied!