পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের সশস্ত্র গোষ্ঠীর ১৪ সদস্য নিহত হয়েছে। একই অভিযানে আহত হয়েছে অন্তত ২০ জন। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের দাবি, এই গোষ্ঠীটি ভারতের পক্ষে প্রক্সি হিসেবে কাজ করে আসছিল।
শনিবার (৪ অক্টোবর) বেলুচিস্তানের খুজদার জেলার জেহরি এলাকায় এ অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে গোষ্ঠীটির গতিবিধি পর্যবেক্ষণ করছিল দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হওয়ার পর যৌথ বাহিনী অভিযানে নামে এবং পুরো এলাকাকে ঘিরে ফেলে।
প্রায় এক ঘণ্টাব্যাপী গোলাগুলির পর নিহত হয় ১৪ জন সদস্য, আহত হয় আরও ২০ জন। অভিযানের সময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও যোগাযোগ সরঞ্জাম।
পাকিস্তান সেনাবাহিনী জানায়, বালুচিস্তান অঞ্চলে সক্রিয় কয়েকটি সংগঠন বিদেশি অর্থ ও অস্ত্র সহায়তায় সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে এসব গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে।
এর আগে গত মাসে বালুচিস্তান প্রদেশেই আরেক অভিযানে সাতজন সন্ত্রাসী নিহত হয়েছিল। সেসময়ও সেনাবাহিনী জানিয়েছিল, নিহতরা ভারতের অর্থায়নে পরিচালিত একটি গোষ্ঠীর সদস্য ছিল।

আপনার মতামত লিখুন :