ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ মানবাধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠাল ইসরায়েল

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৫

সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৩৭ মানবাধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠাল ইসরায়েল

ছবিঃ সংগৃহীত

গাজার অবরোধ ভাঙার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা থেকে আটক করা ১৩৭ জন মানবাধিকারকর্মীকে তুরস্কে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে জানানো হয়, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার একটি জাহাজ থামিয়ে আরোহীদের আটক করে ইসরায়েলে নিয়ে যায়। পরবর্তীতে আটক ব্যক্তিদের তুরস্কে পাঠানো হয়।

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ-এর প্রতিবেদনে বলা হয়, আটক মানবাধিকারকর্মীদের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া ও তুরস্কসহ অন্তত ১৪টি দেশের নাগরিক রয়েছেন।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের এই নৌবহরে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০টি জাহাজ অংশ নেয়। ফ্লোটিলার লক্ষ্য ছিল ইসরায়েলি অবরোধ অমান্য করে গাজার উপকূলে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া। নৌবহরে প্রায় ৫০০ অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। অংশগ্রহণকারীদের মধ্যে সুইডেনের জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও ছিলেন বলে জানা গেছে।

গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে প্রথম নৌযানগুলো গাজার উদ্দেশ্যে রওনা দেয়। পরে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আরও জাহাজ যুক্ত হয়ে নৌবহরটি বড় আকার নেয়।

তবে গত বুধবার গাজার জলসীমায় পৌঁছানোর আগেই ইসরায়েলি বাহিনী ফ্লোটিলার ওপর অভিযান চালায়। সেদিনই বেশ কয়েকটি জাহাজ জব্দ করা হয় এবং আরোহীদের আটক করা হয়। পরদিনও অভিযান অব্যাহত রেখে একাধিক নৌযান জব্দ করে ইসরায়েলি কর্তৃপক্ষ। শুক্রবার সর্বশেষ ম্যারিনেট নামের জাহাজটি আটক করা হয় বলে আল-জাজিরা জানিয়েছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আয়োজকরা জানিয়েছেন, এই অভিযানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। তাদের দাবি, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক মানবিক উদ্যোগে হস্তক্ষেপের অধিকার ইসরায়েলের নেই। তবে ইসরায়েল বলছে, গাজায় প্রবেশের আগে নিরাপত্তা ঝুঁকি এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!