ঢাকা বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

গাজা শহর ছাড়ার নির্দেশ, কয়েক ঘণ্টা ধরে তীব্র বিমান হামলা

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫

গাজা শহর ছাড়ার নির্দেশ, কয়েক ঘণ্টা ধরে তীব্র বিমান হামলা

ছবিঃ সংগৃহীত

আমরা সব ফেলে শুধু প্রাণটা নিয়ে ছুটছি’​​​​

ইসরায়েল গাজার সব বাসিন্দাকে শহর ছেড়ে যাওয়ার আলটিমেটাম দিয়েছে। জানানো হয়েছে, নির্দেশ অমান্য করলে তাদের হামাসের সহযোগী হিসেবে গণ্য করা হবে এবং সামরিক বাহিনী পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাবে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন, দক্ষিণে চলে যাওয়ার এটিই গাজার বাসিন্দাদের শেষ সুযোগ। শহরে যারা থাকবে, তারা ‘সন্ত্রাসবাদের সমর্থক’ হিসেবে বিবেচিত হবে।

এরই মধ্যে বৃহস্পতিবার সারাদিন ধরে গাজার বিভিন্ন এলাকায় বিমান ও কামান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার আল-সাব্রা পাড়া ও খান ইউনিসের পূর্বাঞ্চল, পশ্চিম গাজার আল-নাসর পাড়া এবং মাগাজি শরণার্থী শিবিরে গোলাবর্ষণ করা হয়। এদিন অন্তত ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

 

এখন পর্যন্ত প্রায় চার লাখ মানুষ গাজা শহর ছেড়ে পালিয়েছে। তবে এখনও লাখো মানুষ শহরে রয়ে গেছে। অনেকে ঘরবাড়ি ছাড়তে পারছেন না, আবার অনেকে দক্ষিণের তাঁবু শিবিরে যেতে ভয় পাচ্ছেন। বাস্তুচ্যুত মানুষজন বলছেন, দক্ষিণে খাবার ও আশ্রয়ের পর্যাপ্ত ব্যবস্থা নেই। গাজার বাসিন্দা হুসেইন আল দেল বলেন, “ইসরায়েলিরা নির্বিচারে হামলা করছে। আমরা শুধু প্রাণ বাঁচাতে পালিয়েছি, সব কিছু ফেলে এসেছি।”

 

গত ২৪ মাসে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৬৮ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। হাজারো মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

বর্ধিত সহিংসতার কারণে রেড ক্রস গাজা শহরে তাদের কার্যক্রম স্থগিত করেছে। আন্তর্জাতিক সংগঠন ডক্টরস উইদাউট বর্ডার্সও এ সপ্তাহের শুরুতে কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত অন্তত ১৮৯ জন সাংবাদিক ও মিডিয়া কর্মী নিহত হয়েছেন।

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনা পর্যবেক্ষণ করছে হামাস। তবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে তারা মিসর ও কাতারের কাছে আরও সময় চেয়েছে। মিসর ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীরাও জানিয়েছেন, প্রস্তাবে বেশ কিছু বিষয়ে বাড়তি আলোচনা প্রয়োজন। এর আগে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের পর যুক্তরাষ্ট্র ২০ দফা শান্তি পরিকল্পনা প্রকাশ করেছিল।

আমার ক্যাম্পাস

Link copied!