পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত এবং আরও অন্তত ৩২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণটি ঘটে ফ্রন্টিয়ার কোর (এফসি) সদর দফতরের নিকটবর্তী হালি রোডের একটি ব্যস্ত সড়কে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, একটি গাড়ি মডেল টাউন থেকে ঘুরে হালি রোডের দিকে যাচ্ছিলো। এ সময় হঠাৎ করেই প্রবল বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি ছিল অত্যন্ত ব্যস্ত, সেখানে তখন সাধারণ মানুষ ও যানবাহনের চলাচল চলছিল। বিস্ফোরণের শব্দে আশপাশের ভবন কেঁপে ওঠে এবং মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ভিল লাইনস থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) আমিন জাফর জানিয়েছেন, বিস্ফোরণের পরপরই উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থল থেকে আটজনের মৃতদেহ কোয়েটা সিভিল হাসপাতালে আনা হয়। পরে আরও দুইজনের মৃত্যু নিশ্চিত হওয়ায় নিহতের সংখ্যা দাঁড়ায় ১০-এ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানান, আহতদের দ্রুত চিকিৎসার জন্য কোয়েটা সিভিল হাসপাতাল এবং ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা আহতদের সেবায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
কোয়েটার সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (এসএসপি) মোহাম্মদ বালুচ জানিয়েছেন, বিস্ফোরণের পর দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে হত্যা করা হয়।
বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি এই হামলাকে ‘ঘৃণিত সন্ত্রাসী হামলা’ বলে নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, “কাপুরুষোচিত এ ধরনের হামলার মাধ্যমে সন্ত্রাসীরা পাকিস্তানের জনগণের মনোবল দুর্বল করতে পারবে না। জনগণ ও নিরাপত্তা বাহিনীর ত্যাগ বৃথা যাবে না। আমরা বেলুচিস্তানকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
আপনার মতামত লিখুন :