ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫
ভারত

নিহতদের পরিবারকে ২০ লক্ষ, আহতদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন বিজয়

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫

নিহতদের পরিবারকে ২০ লক্ষ, আহতদের ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করলেন বিজয়

ছবিঃ সংগৃহীত

তামিলনাড়ুর করুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে ২০ লক্ষ টাকা এবং আহতদের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন জনপ্রিয় অভিনেতা ও টিভিকে দলের নেতা থালাপতি বিজয়। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, “অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে আছি, থাকব।” আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি।

গত শনিবার করুরে এক জনসভায় পদপিষ্ট হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১০ শিশু রয়েছে। এছাড়া শতাধিক মানুষ আহত হয়েছেন, যার মধ্যে দু’বছরের এক শিশুও রয়েছে।

বিজয় ও তাঁর দল টিভিকে দাবি করেছে, করুরের ঘটনাটি নিছক দুর্ঘটনা নয়; বরং এটি একটি ষড়যন্ত্রের ফল। তাঁদের অভিযোগ, সভায় পাথর নিক্ষেপ এবং পুলিশের লাঠিচার্জ পরিস্থিতি আরও ভয়াবহ করে তোলে।

টিভিকে ইতিমধ্যেই মাদ্রাজ হাই কোর্টে আবেদন করেছে ঘটনার স্বাধীন তদন্তের জন্য। দলের পক্ষ থেকে আদালতের কাছে প্রস্তাব রাখা হয়েছে, বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হোক অথবা তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হোক।

টিভিকে-র আইনজীবী জানিয়েছেন, “আমরা চাই না রাজ্যের কোনো সংস্থা তদন্ত করুক। এটি স্পষ্ট ষড়যন্ত্র। তাই নিরপেক্ষ সংস্থার মাধ্যমে তদন্ত করতেই আদালতের কাছে আবেদন জানিয়েছি।”

বিজয় এ ঘটনাকে “অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক” বলে আখ্যায়িত করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আমার ক্যাম্পাস

Link copied!