ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

জাপানে ধরা পড়ল পাকিস্তানের ভুয়া ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৫

জাপানে ধরা পড়ল পাকিস্তানের ভুয়া ফুটবল দল

ছবিঃ সংগৃহীত

জাপানে মানবপাচারের এক অভিনব কৌশল ভেসে উঠেছে। ফুটবল খেলোয়াড় সেজে পাকিস্তান থেকে ২২ জনকে অবৈধভাবে প্রবেশ করানোর চেষ্টা করেছিল একটি চক্র। তবে বিমানবন্দরে নথি জাল প্রমাণিত হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়।

পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানায়, সিয়ালকোট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারা ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামের ভুয়া ক্লাবের খেলোয়াড় পরিচয়ে জাপানের উদ্দেশে রওনা দেয়। সেখানে গিয়ে কাগজপত্র যাচাইয়ের সময় ভুয়া নিবন্ধন সনদ ও জাল ছাড়পত্র ধরা পড়ে।

তদন্তে বেরিয়ে আসে চক্রটির মূল হোতা মালিক ওয়াকাসের নাম। তিনি প্রথমে ভুয়া ক্লাব তৈরি করে কিছুদিনের প্রশিক্ষণ দিয়ে অংশগ্রহণকারীদের ফুটবলার সেজে অভিনয় করার প্রশিক্ষণ দিতেন। এরপর প্রত্যেকের কাছ থেকে প্রায় ৪০ লাখ রুপি (১৩–১৫ হাজার মার্কিন ডলার) হাতিয়ে নেন। এমনকি জাপানে খেলার সময়সূচিও জাল নথিতে উল্লেখ ছিল।

এফআইএ জানিয়েছে, ওয়াকাসকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং গুজরানওয়ালা থানায় মামলা করা হয়েছে। তার কাছ থেকে জাল নথি, ভুয়া লেটারহেডসহ নানা প্রমাণ জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, এর আগেও ২০২৪ সালের জানুয়ারিতে একই কৌশলে ১৭ জনকে জাপানে পাঠিয়েছিলেন।

কর্তৃপক্ষ বলছে, সীমান্তে কড়াকড়ি বাড়ায় পাচারকারীরা এখন অভিনব ছদ্মবেশে মানুষ পাচারের পথ বেছে নিচ্ছে। প্রতিবারই বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে এসব চক্র। ওয়াকাসের বিরুদ্ধে একাধিক মানবপাচারের মামলা রয়েছে।

আমার ক্যাম্পাস

Link copied!