ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

নেপালের পর্যটন খাতে অস্থিরতার বড় ধাক্কা, দুই দিনে ক্ষতি ২৫০০ কোটি রুপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫

নেপালের পর্যটন খাতে অস্থিরতার বড় ধাক্কা, দুই দিনে ক্ষতি ২৫০০ কোটি রুপি

ছবিঃ সংগৃহীত

রাজনৈতিক অস্থিরতায় বিপর্যস্ত হয়েছে নেপালের পর্যটন শিল্প। মাত্র দুই দিনেই খাতটিতে লোকসান দাঁড়িয়েছে প্রায় আড়াই হাজার কোটি রুপি। তবে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছে দেশটির প্রশাসন।

পর্যটন মৌসুম শুরু হওয়ার আগেই আন্দোলন, সহিংসতা ও অচলাবস্থার কারণে বিপুলসংখ্যক বুকিং বাতিল হয়েছে। হোটেল ভাঙচুর, বিমানবন্দর কার্যক্রম ব্যাহত হওয়া এবং দেশজুড়ে উত্তেজনা—সব মিলিয়ে পোখরা, ভৈরহওয়া, বিরাটনগর ও ধনগাড়ির মতো জনপ্রিয় পর্যটন এলাকায় মারাত্মক প্রভাব পড়েছে।

হিসাব অনুযায়ী, প্রায় ২৫ বিলিয়ন বা ২৫০০ কোটি রুপি ক্ষতির মুখে পড়েছে নেপাল। হঠাৎ এমন পরিস্থিতি নেপালের অর্থনীতির জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে অবস্থা। বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন ভূমিকা নিচ্ছেন নেপালের সাধারণ মানুষও। সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপদ ভ্রমণের বার্তা ছড়িয়ে দিচ্ছেন তারা।

ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে নেপাল ট্যুরিজম বোর্ড ঘোষণা দিয়েছে, ৮ সেপ্টেম্বর থেকে যেসব ভিসার মেয়াদ শেষ হয়েছে, সেগুলো বিনামূল্যে নবায়ন করা যাবে। এর পাশাপাশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসাগুলোকে প্রণোদনা দেওয়ার বিষয়েও আলোচনা চলছে।

শুধু পর্যটনই নয়, বাণিজ্য খাতও ধাক্কা খেয়েছে অস্থিরতার সময়। ভারত-নেপাল সীমান্তে শত শত পণ্যবোঝাই ট্রাক আটকে থাকায় বিপুল ক্ষতির মুখে পড়েন দুই দেশের ব্যবসায়ীরা। তবে গত শুক্রবার থেকে আবারো সীমান্ত দিয়ে পণ্য সরবরাহ শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, পর্যটনই নেপালের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাই দ্রুত এই খাত ঘুরে দাঁড়াতে পারলে সার্বিক অর্থনীতি পুনরুদ্ধারের পথও সুগম হবে।
 

আমার ক্যাম্পাস

Link copied!