ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

যৌন হয়রানিমূলক ভিডিও বানাতে দ. কোরিয়ায় লক্ষাধিক আইপি ক্যামেরা হ্যাক

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫

যৌন হয়রানিমূলক ভিডিও বানাতে দ. কোরিয়ায় লক্ষাধিক আইপি ক্যামেরা হ্যাক

১ লাখ ২০ হাজারেরও বেশি ক্যামেরা হ্যাক করে যৌন হয়রানিমূলক ভিডিও তৈরির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে দক্ষিণ কোরিয়া। বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যবহৃত ক্যামেরা হ্যাক করে বিদেশি ওয়েবসাইটের জন্য ভিডিও তৈরির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রোববার দক্ষিণ কোরিয়ার পুলিশ বলেছে, অভিযুক্তরা ক্যামেরার ইন্টারনেট প্রোটোকল (আইপি) দুর্বলতাকে কাজে লাগিয়ে হ্যাক করেছিল। তুলনামূলক দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা ক্যামেরাই ছিল তাদের মূল লক্ষ্য। পরে এসব ক্যামেরার ধারণ করা বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের গোপন ভিডিও চুরি করতেন হ্যাকাররা।

সিসিটিভির তুলনায় সস্তা বিকল্প আইপি ক্যামেরা দক্ষিণ কোরিয়ায় ‘হোম ক্যামেরা’ নামেও পরিচিত। বাসার ইন্টারনেট সংযোগের সঙ্গে যুক্ত থাকে এসব ক্যামেরা; যা সাধারণত বাসার নিরাপত্তা কিংবা শিশু ও পোষা প্রাণীর দেখভালের উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

Link copied!