ভারতের সুপ্রিম কোর্টে শুনানির সময় প্রধান বিচারপতি বিএআর গাভাইয়ের উদ্দেশে এক প্রবীণ আইনজীবী জুতা ছোড়েন। সোমবার (৬ অক্টোবর) এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
৭১ বছর বয়সী ওই আইনজীবীর ছোড়া জুতা বিচারপতির আসনে পৌঁছায়নি। নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে আটক করে হেফাজতে নেয়। ঘটনার সময় প্রধান বিচারপতি গাভাই সংযম বজায় রেখে বলেন, “আমি এমন ঘটনায় সবচেয়ে কম প্রভাবিত ব্যক্তি,” —এরপর তিনি শুনানি অব্যাহত রাখেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, দিনের প্রথম মামলার শুনানি শুরু হওয়ার সময় ওই ব্যক্তি স্লোগান দিতে দিতে জুতা নিক্ষেপ করেন এবং বলেন, “সনাতন ধর্মের অপমান ভারত সহ্য করবে না।”
অভিযুক্তের নাম কিশোর রাকেশ। তিনি সুপ্রিম কোর্টে আইনজীবী বা ক্লার্কদের জন্য দেওয়া প্রক্সি কার্ড ব্যবহার করে প্রবেশ করেছিলেন। নিরাপত্তা সংস্থাগুলো তাকে জিজ্ঞাসাবাদ করছে, তবে তার উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়।
ঘটনার সময় উপস্থিত আইনজীবীরা জানান, প্রধান বিচারপতি সম্পূর্ণ সময় শান্ত ছিলেন। সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিং এ ঘটনাকে “সুপ্রিম কোর্টের মর্যাদার উপর সরাসরি আক্রমণ” বলে উল্লেখ করে দোষীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে।

আপনার মতামত লিখুন :