বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচনালগ্ন থেকেই খেলে আসছেন পাকিস্তানি ক্রিকেটাররা। শহিদ আফ্রিদি, শোয়েব মালিক থেকে শুরু করে হালের সাইম আইয়ুব-আবরার আহমেদদেরও বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে দেখা গেছে। আসন্ন বিপিএলের আগে নিলাম থেকে বেশ কয়েকজন পাক তারকাকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
যদিও পুরো মৌসুমের জন্য পাকিস্তানের খেলোয়াড়দের পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে এমনটাই জানা যাচ্ছে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে পাকিস্তানের ক্রিকেটাররা পুরো আসরে খেলতে পারবেন না। ফলে বিকল্প খোঁজার কাজ শুরু করে দিয়েছে দলগুলো।
আগামী বিপিএল অনুষ্ঠিত হওয়ার কথা চলতি ডিসেম্বরের ২৬ তারিখ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত। এ সময়ে পাকিস্তানের পরপর দুটি টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, “আমরা জানি যে পাকিস্তানি ক্রিকেটারদের পুরো মৌসুমে পাওয়া যাবে না। জানুয়ারির মাঝামাঝি সময়ে তাদের শ্রীলঙ্কা সিরিজ আছে, আর জানুয়ারির শেষ দিকে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।”

আপনার মতামত লিখুন :