ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দারুণ জয় ভারতের

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫

এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে দারুণ জয় ভারতের

ছবিঃ সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে দুর্দান্ত ব্যাটিং-বোলিংয়ে আধিপত্য দেখিয়েছে ভারত দল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২১ সেপ্টেম্বর) টসে হেরে আগে ব্যাট করতে নেমে শাহিবজাদা ফারহাদের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও শুভমান গিলের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। 

 উদ্বোধনী জুটিতে অভিষেক শর্মা ও শুভমান গিল যোগ করেন ১০৫ রান। ২৮ বলে ৪৭ রান করে ফাহিম আশরাফের বলে গিল আউট হলে ভাঙে তাদের জুটি।  

এই জয়ের ফলে এশিয়া কাপে ফাইনালে খেলার পথে এক ধাপ এগিয়ে গেল ভারত। অন্যদিকে পাকিস্তানের জন্য ম্যাচটি ছিল টুর্নামেন্টে টিকে থাকার লড়াই, তবে হারের ফলে তাদের ফাইনাল স্বপ্ন কঠিন হয়ে পড়লো।

ফাইনাল স্কোর 
ভারত ১৭২/৪ ( অভিষেক ৭৪, শুভমান গিল ৪৭, তিলাক ৩০; হ্যারিস রউফ ২/২৬
পাকিস্তান ১৭১/৫ ( সাহিবজাদা ৫৮, সাইম আইয়ুব ২১, মুহাম্মদ নওয়াজ ২১; শিবম দুবে ২/৩৩)

আমার ক্যাম্পাস/নাদিয়া আলম

Link copied!