এশিয়া কাপের সুপার ফোর পর্বে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা। শুরু থেকেই ব্যাটে-বলে আধিপত্য বিস্তার করে লঙ্কানদের চাপে ফেলে দেয় টাইগাররা।
টস জিতে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ শুরু থেকেই নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কার উইকেট তুলে নেয়। শ্রীলঙ্কা শুরুতে রান তুলতে না পারলেও শেষ দিকে দাসুন সানাকার ঝড়ো ব্যাটিংয়ে শ্রীলঙ্কা বাংলাদেশের সামনে ১৬৯ রানের লক্ষ্য ছুড়ে দেয়। রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতেই একটি উইকেট হারালেও সেই ধাক্কা সামলে নেন সাইফ হাসান। তার সঙ্গে তৌহিদ হৃদয়ের দুর্দান্ত জুটি বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। শেষ দিকে কিছুটা রোমাঞ্চ তৈরি হলেও ম্যাচ হাতছাড়া করেনি টাইগাররা।
এই জয়ের ফলে সুপার ফোরে আত্মবিশ্বাসী সূচনা হলো টাইগারদের। টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে জয়ের ধারা বজায় রাখার প্রত্যয় জানিয়েছেন খেলোয়াড়রা।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ২০ ওভারে ১৬৮/৭ (শানাকা ৬৪*, কুশল মেন্ডিস ৩৪, নিশাঙ্কা ২২, আসালাঙ্কা ২১, কুশল পেরেরা ১৬; মোস্তাফিজ ৩/২০, মেহেদী ২/২৫)।
বাংলাদেশ: ১৯.৫ ওভারে ১৬৯/৬ (সাইফ ৬১, হৃদয় ৫৮, লিটন ২৩, শামীম ১৪*; শানাকা ২/২১, হাসারাঙ্গা ২/২২)। ফল: বাংলাদেশ ৪ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: সাইফ হাসান।

আপনার মতামত লিখুন :