এশিয়া কাপে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার জয় নিশ্চিত করেছে টাইগারদের পরবর্তী রাউন্ড। আফগানিস্তানকে হারিয়ে সুপার ফোরের টিকিট কেটেছে লঙ্কানরা, আর তাতেই ভাগ্য খুলেছে বাংলাদেশের।
এশিয়া কাপের শুরুটা আশানুরূপ না হলেও গুরুত্বপূর্ণ সময়ে জয় তুলে নিয়ে টিকে ছিল বাংলাদেশ। তবে নিজেদের ম্যাচ শেষে সুপার ফোরের হিসাবটা নির্ভর করছিল অন্য ম্যাচের ফলাফলের উপর। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার জয়ের সুবাদেই নিশ্চিত হলো টাইগারদের সুপার ফোরে জায়গা।
বিশ্লেষকদের মতে, শ্রীলঙ্কার এই জয় শুধু তাদের এগিয়ে নিল না, বরং বাংলাদেশের জন্যও তৈরি করল স্বস্তির পরিবেশ। এখন সুপার ফোরে জায়গা নিশ্চিত করায় সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ।
এখন সুপার ফোরে বাংলাদেশ লড়বে শ্রীলঙ্কা সাথে আগামী শনিবার (২০ সেপ্টেম্বর)। শিরোপার পথে আরও পরিপক্ক পারফরমেন্স করতে হবে বাংলাদেশ দলকে। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচের দিকে।
আপনার মতামত লিখুন :