ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

‘দল ডাকলেই মাঠে নামতে প্রস্তুত’—নাসুম আহমেদ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫

‘দল ডাকলেই মাঠে নামতে প্রস্তুত’—নাসুম আহমেদ

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের নির্ভরযোগ্য বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ জানিয়েছেন, তিনি সবসময় মাঠে নামার জন্য প্রস্তুত। দলে সুযোগ পেলেই সর্বোচ্চ চেষ্টা করেন নিজের সেরাটা দেওয়ার।

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে নাসুম বলেন, “জাতীয় দলের হয়ে খেলা আমার জন্য গর্বের বিষয়। আমি সবসময় ফিট থাকার চেষ্টা করি, যাতে যেকোনো সময় ডাক পেলেই মাঠে নেমে দলকে সহায়তা করতে পারি।”

তিনি আরও যোগ করে বলেন, “ক্রিকেটে প্রতিযোগিতা সবসময় থাকে। তবে আমি বিশ্বাস করি, কঠোর পরিশ্রম করলে ভালো কিছু অবশ্যই সম্ভব।”

এশিয়া কাপের প্রথম দুই ম্যাচ বেঞ্চে বসে দেখেছেন নাসুম আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে বাঁচামরার ম্যাচে সুযোগ পেয়েই জ্বলে উঠেছেন। দারুণ বোলিংয়ে টাইগারদের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

বাংলাদেশ দলের স্পিন আক্রমণে নিয়মিত মুখ না হলেও সুযোগ পেলেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে যাচ্ছেন নাসুম আহমেদ। এখন তার লক্ষ্য একটাই—খেলার জন্য সর্বদা প্রস্তুত থাকা।

আমার ক্যাম্পাস/নাদিয়া আলম

Link copied!