বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখালেন মুস্তাফিজুর রহমান ও তানজিদ তামিম। প্রথমে ব্যাট হাতে ঝড় তোলেন তানজিদ, খেলেন দৃষ্টিনন্দন ইনিংস।
তার ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে দল পায় লড়াকু সংগ্রহ। এরপর বল হাতে মুস্তাফিজ তুলে নেন একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট। তার ঘূর্ণি ও কাটারে কুপোকাত হন আফগানিস্তানের ব্যাটাররা।
এশিয়া কাপে লড়াই চালিয়ে গেলেও এখনো অনিশ্চয়তার মধ্যে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ। টুর্নামেন্টে একদিকে জয় এসেছে, অন্যদিকে হারের ধাক্কাও খেতে হয়েছে টাইগারদের। ফলে গ্রুপ পর্ব থেকে সুপার ফোরে ওঠা কিংবা শেষ চারে জায়গা করে নেওয়ার পথটা রয়ে গেছে কঠিন।
দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব এবং ব্যাটিং-বোলিংয়ে ওঠানামা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের জন্য। সমর্থকরাও অপেক্ষায় আছেন—শেষ মুহূর্তে দল কীভাবে নিজেদের ভাগ্য নির্ধারণ করে।
সব মিলিয়ে এশিয়া কাপে বাংলাদেশের পরবর্তী পথচলা এখনও অনিশ্চয়তার মধ্যেই ঝুলে আছে।
স্কোর
বাংলাদেশ: ১৫৪/৫ (৮ রানে জয়)
আফগানিস্তান: ১৪৬

আপনার মতামত লিখুন :