ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ: একপক্ষীয় জয়ে বাজিমাত

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ: একপক্ষীয় জয়ে বাজিমাত

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান মোকাবিলা গড়ালো একপক্ষীয় ম্যাচে। মাঠে নামার শুরু থেকেই একতরফা আধিপত্য দেখিয়ে জয় নিশ্চিত করে নেয় ভারত দল।

ক্রিকেট ভক্তদের চোখে ভরা প্রত্যাশার ম্যাচ হলেও শেষ পর্যন্ত রোমাঞ্চের বদলে একপক্ষীয় লড়াইয়েই সীমাবদ্ধ থেকেছে এ ম্যাচ।

বল হাতে শুরুতে প্রতিপক্ষকে চাপে ফেলে ভারত। এরপর ব্যাট হাতে ঝড়ো ইনিংসে জয়ের পথ সহজ করে নেয় ভারত দল। অন্যদিকে, হারের আড়ালে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই নিরাশার চিত্র ফুটে ওঠে পাকিস্তান দলের পারফরম্যান্সে।

প্রসঙ্গত, ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই এশিয়া কাপ কিংবা যে কোনো টুর্নামেন্টে বাড়তি উত্তেজনা ছড়ায়। তবে এবারের আসরে সেই লড়াই থেকে ভক্তরা কাঙ্ক্ষিত প্রতিদ্বন্দ্বিতা পাননি।

স্কোর
পাকিস্তান: ১২৭/৯ (সাহিবজাদা ৪০, আফ্রিদি ৩৩*; কুলদীপ ৩/১৮)
ভারত: ১৩১/৩ (সুর্যকুমার ৪৭*, অভিষেক ৩১; সাইম আয়ুব ৩/৩৫)
ফল: ভারত ৭ উইকেটে জয়ী


 

আমার ক্যাম্পাস/নাদিয়া আলম

Link copied!