ঢাকা বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়, বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে পরাজয়, বাংলাদেশ দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

ছবিঃ সংগৃহীত

এশিয়া কাপে ব্যাটে-বলে সম্পূর্ণ ব্যর্থ হলো বাংলাদেশ। প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারেনি টাইগাররা। গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ শ্রীলঙ্কার বিপক্ষে হারের মুখ দেখলো বাংলাদেশ।

টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং লাইনআপ ভেঙে পড়ে একেবারে শুরু থেকেই। শীর্ষ থেকে মিডল অর্ডার—একজনের পর একজন ফিরতে থাকে ড্রেসিংরুমে। তবে শেষ দিকে জাকির আলি ও শামীম হোসেনের দায়িত্বশীল ইনিংসে ভর করে লড়াই করার মতো পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় বাংলাদেশ।

কিন্তু বল হাতেও মলিন টাইগাররা। শ্রীলঙ্কার ব্যাটারদের আগ্রাসী খেলায় ভেঙে পড়ে বাংলাদেশের বোলিং আক্রমণ। ব্যাট হাতে বড় পুঁজি গড়তে ব্যর্থ হওয়ায় প্রতিপক্ষ সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

এই হারের ফলে সিরিজে পিছিয়ে পড়লো বাংলাদেশ। এখন সুপার ফোরে উঠতে হলে আগামী ম্যাচে আফগানিস্তানের সাথে জয়ের কোনো বিকল্প নেই। সমর্থকরা তাকিয়ে আছে টাইগারদের ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায়।

ফলাফল:
বাংলাদেশ ১৩৯/৫
শ্রীলঙ্কা ১৪০/৪ ( ৬ উইকেটে জয় )
 

আমার ক্যাম্পাস/ নাদিয়া আলম পুষ্পা

Link copied!