রোববার অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার (বিপিএল) লিগের নিলাম। ১২তম আসরকে সামনে রেখে দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ১ কোটি ১০ লাখ টাকায় আসরে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। এবারের নিলামে একমাত্র কোটিপতি তিনিই। তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। জাতীয় দলে নিজেকে মেলে ধরতে বারবার ব্যর্থ হলেও ঘরোয়া টুর্নামেন্টের পারফরম্যান্স তাকে এত মূল্যবান করেছে।
কোটির কাছাকাছি দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকায় রংপুর রাইডার্সে তাওহিদ হৃদয়। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কও রংপুরে, তিনি পেয়েছেন তৃতীয় সর্বোচ্চ ৭০ লাখ।
সমান ৬৮ লাখ টাকায় দল পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব। সাইফকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করেছে ঢাকা ক্যাপিটালস আর তানজিম রাজশাহী ওয়ারিয়র্সে।
পঞ্চম সর্বোচ্চ ৫৬ লাখ টাকা পাবেন শামীম হোসেন পাটোয়ারি ও নাহিদ রানা ঢাকা ও রংপুরের কাছ থেকে।
মোহাম্মদ মিঠুনও ভালো দাম পেয়েছেন। ৫২ লাখ টাকায় তিনি ঢাকায়। ষষ্ঠ সর্বোচ্চ পারিশ্রমিক তার। রাইজিং স্টার এশিয়া কাপে ৩৫ বলে সেঞ্চুরি করা হাবিবুর রহমান সোহানকে ৫০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে নোয়াখালী এক্সপ্রেস। তিনি আছেন দামি খেলোয়াড়ের তালিকায় সাতে।
৪৭ লাখ টাকায় খালেদ আহমেদ সিলেটে। ইয়াসির আলী ও আব্দুল গাফফার (রাজশাহী), শরিফুল ইসলাম (চট্টগ্রাম) তিনজনই ৪৪ লাখ করে পাবেন পারিশ্রমিক।
দশম সর্বোচ্চ ৪২ লাখ টাকায় রংপুরে স্পিনার রাকিবুল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর।

আপনার মতামত লিখুন :