ঢাকা বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

রিহ্যাব ফেয়ার–২০২৫: রিয়েল ক্যাপিটা গ্রুপের সফল ও প্রশংসনীয় অংশগ্রহণ

বিবিধ ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫

রিহ্যাব ফেয়ার–২০২৫: রিয়েল ক্যাপিটা গ্রুপের সফল ও প্রশংসনীয় অংশগ্রহণ

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত দেশের রিয়েল এস্টেট খাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন রিহ্যাব ফেয়ার–২০২৫-এ চলতি বছরও সাফল্যের সঙ্গে অংশগ্রহণ করেছে রিয়েল ক্যাপিটা গ্রুপ। চার দিনব্যাপী এই মেলা ২৪ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ কনভেনশন সেন্টার (বিসিএফসিসি)-তে অনুষ্ঠিত হয়।

মেলায় রিয়েল ক্যাপিটা গ্রুপের স্টল নং ৭৩, ৭৪, ৮৬ ও ৮৮ শুরু থেকেই দর্শনার্থীদের ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রতিদিনই স্টলগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়, যা প্রতিষ্ঠানটির প্রতি ক্রেতা ও বিনিয়োগকারীদের আস্থারই প্রতিফলন।

পরিকল্পিত আবাসন প্রকল্প এবং পর্যটনখাতভিত্তিক স্মার্ট বিনিয়োগের আকর্ষণীয় প্যাকেজ নিয়ে রিয়েল ক্যাপিটা গ্রুপ আধুনিক ও নান্দনিক ডিজাইনের স্টলের মাধ্যমে নিজেদের প্রকল্পগুলো উপস্থাপন করে। আগ্রহী ক্রেতা ও বিনিয়োগকারীরা সরাসরি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছ থেকে বিভিন্ন প্রকল্পের বিস্তারিত তথ্য, বিনিয়োগ সুবিধা ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা নেন।

মেলার বিভিন্ন দিনে রিয়েল ক্যাপিটা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও স্টল পরিদর্শন করেন এবং দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি মেলায় টিমের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং আগত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান।

রিহ্যাব ফেয়ার–২০২৫-এ রিয়েল ক্যাপিটা গ্রুপের এই সফল অংশগ্রহণ রিয়েল এস্টেট ও বিনিয়োগ খাতে প্রতিষ্ঠানটির শক্ত অবস্থান ও ভবিষ্যৎ অগ্রযাত্রার সম্ভাবনাকে আরও দৃঢ় করেছে।

আমার ক্যাম্পাস

Link copied!