ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ইবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫

ইবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

ছবিঃ আমার ক্যাম্পাস

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হলে বৃক্ষরোপণ করেছে বাংলাদেশ ইসলামী শাখা ছাত্রশিবির। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে হল প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। 

সরেজমিনে দেখা যায়, আম, পেয়ার, কমরাঙ্গা, লিচু,  জলপাই-সহ নানান ধরনের ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

জানা গেছে, ছাত্রশিরিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ও হল গুলোতে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

হলের আবাসিক শিক্ষার্থীরা বলেন, ইবি শাখা ছাত্রশিবির আজকে সাদ্দাম হোসেন হলে বৃক্ষরোপণ করেছে, এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। এর মধ্য দিয়ে আমরা অক্সিজেন, ছায়া, ফল, ফুল পাবো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।

ইবি শাখা ছাত্রশিবিরের সাদ্দাম হলের নেতৃবৃন্দ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন— বৃক্ষরোপণ করলে একটি সদকার সমতুল্য স‌ওয়াব পাওয়া যায়। এই বৃক্ষের ফল, ফুল, ছায়া এর দ্বারা মানুষ উপকৃত হবে, পশু পাখি উপকৃত হবে। সবগুলো সদকায়ে জারিয়া হিসেবে মানুষের আমলনামায় লিপিবদ্ধ হবে। সে হাদিসের ওপর আমল করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি আবাসিক হলে এবং ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে।

তারা আরো বলেন,  ছাত্রশিবির কোন গতানুগতিক ছাত্র সংগঠন নয়, এটি আদর্শভিত্তিক ছাত্রদের কল্যাণে সর্বদা কাজ করে যায়। এরই ধারাবাহিকতায় আজকের বৃক্ষরোপণ কর্মসূচি যেটাকে সাধারণ শিক্ষার্থীরা চমৎকারভাবে গ্রহণ করেছে। আশা করছি আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।

আমার ক্যাম্পাস/মাশুক এলাহী

Link copied!