ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেরোবি শিক্ষার্থী পরিষদ কর্তৃক একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান

বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫

বেরোবি শিক্ষার্থী পরিষদ কর্তৃক একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান

ছবিঃ আমার ক্যাম্পাস

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিষদ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের সর্বোচ্চ ফলাফল ধারী পাঁচজন শিক্ষার্থীদের একাডেমি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয় । 

বৃহস্পতিবার ২৫ এ  সেপ্টেম্বর বিকেল ৪:০০ টায় বিশ্ববিদ্যালয়ের স্মারক মাঠে এক অনুষ্ঠানের মধ্যেমে  বিশ্ববিদ্যালয়ের ২২ বিভাগের ৪৭০ শিক্ষার্থীদের  সম্মাননা স্মারক, সার্টিফিকেট এবং বৃত্তি প্রদান করা হয়। 


এই আয়োজন নিয়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী  শিমলা খাতুন অনুভূতি প্রকাশ করে বলেন " বেরোবি শিক্ষার্থী কর্তৃক আয়োজিত আজকের এই  আয়োজন আমাকে ভীষণ আনন্দিত ও অনুপ্রাণিত করেছে। এমন আয়োজন শুধু সম্মানই নয়, বরং আমাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে। ভবিষ্যতেও যেন এ ধরনের সুন্দর ও শিক্ষণীয় প্রোগ্রামের আয়োজন হয়, সেই প্রত্যাশা রাখি। "

আরেক শিক্ষার্থী মো. তাজদিকুল হাসান বলেন " আলহামদুলিল্লাহ,খুবই ভালো লাগছে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম সম্মাননা এটি,ইনশাআল্লাহ এটি শেষ নয়। কৃতজ্ঞতা মহান আল্লাহর প্রতি, আমার পরিবার, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার সহপাঠীদের প্রতি। বোরবি শিক্ষার্থী পরিষদকে অসংখ্য ধন্যবাদ এমন একটি সুন্দর আয়োজন এর জন্য। "

এই আয়োজন নিয়ে বেরোবি শিক্ষার্থী পরিষদের সভাপতি আহমাদুল হক আলবির বলেন " আমরা এই আওয়ার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি কারন আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে বিনোদন, ক্রিয়া ও নানা  ক্ষেত্রে আওয়ার্ড প্রদান করা হলেও কিন মেধাবী শিক্ষার্থীদের নিয়ে তেমন আয়োজন করা হয় না।  তাই  এই মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাতে আমাদের এই এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান । এবং আমার ভবিষ্যৎ  শিক্ষর্থীদের নিয়ে আরো এই ধরনের শিক্ষার্থী বান্ধব আয়োজন করার পরিকল্পনা আছে। 

আরেক আয়োজক শীবলি সাদিক বলেন " আমদের এই একাডেমি এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে যেন মেধাবী শিক্ষার্থীরা তাদের মেধাবীরা অনুপ্রাণিত হতে পারে । মেধাবীরা তাদে পরিশ্রমের মধ্যেমে একাডেমিক সাফল্য অর্জন করেছে তাদের এই পরিশ্রমকে  সম্মান দেখানোর জন্য  আমাদের এই ক্ষুদ্র আয়োজন ।  যেন তারা  এই অনুপ্রেরণার মাধ্যমে    মেধার স্বাক্ষর পুরো বিশ্বব্যাপী রখতে পারে। "

আমার ক্যাম্পাস/ইউনুস রাতুল

Link copied!