ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

পূজার ছুটির পর জাবিতে পুনরায় অটোরিকশা চালু হবে: জাকসু ভিপি

জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২৫

পূজার ছুটির পর জাবিতে পুনরায় অটোরিকশা চালু হবে: জাকসু ভিপি

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে দুর্গাপূজার পর থেকে পুনরায় অটোরিকশা চালু হবে বলে নিশ্চিত করেছেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু। রবিবার (২১ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের যাতায়াতের দুর্ভোগ নিয়ে প্রশ্নের উত্তরে এই কথা বলেন তিনি।

এই প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) ভিপি আব্দুর রশিদ  বলেন, আমাদের ক্যাম্পাসের দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা যাতায়াত ভোগান্তিতে রয়েছে এই বিষয়টি নিয়ে আমাদের উপ-উপাচার্যের (প্রশাসন) সাথে আলোচনা হয়েছে সেখানে জাকসুর জিএস, পরিবহন সম্পাদক উপস্থিত ছিল।

 এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার, গত বছর আমাদের ৫৩ ব্যাচের ছোটবোন আফসানা করিম রাচি অটোরিকশার ধাক্কায় মৃত্যুবরণ করেন; তার বাবার একটি দাবি ছিল ক্যাম্পাসে যেন আর অটোরিকশা না চলে সেই প্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে এখনো অটোরিকশা চালুর সিদ্ধান্ত নিতে পারেনি। আমরা জাকসুর প্রতিনিধিরা রাচির বাবার সাথে কথা বলতে শীঘ্রই যাবো, শিক্ষার্থীদের স্বার্থে অটোরিকশা চালুর বিসয়টি উপস্থাপন করবো।

তিনি আরো বলেন, আশা করছি পূজার ছুটির মধ্যে  যাবতীয় কার্যক্রম শেষ করে, নিয়ম মেনে ক্যাম্পাসে অটোরিকশা চালু করতে পারবো। শিক্ষার্থীরা ছুটির পর থেকেই অটোরিকশায় যাতায়াত করবে পারবে, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর, ২০২৪ অটোরিকশা দুর্ঘটনায় জাবি ৫৩ব্যাচের শিক্ষার্থী আফসানা করিমের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ২০ নভেম্বর এক জরুরি বিজ্ঞপ্তিতে ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, ইজিবাইক ইত্যাদি যানবাহন ক্যাম্পাসে চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন।

আমার ক্যাম্পাস/ঐশী ইসলাম

Link copied!