ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীনবরণ: শিক্ষার্থীদের ইতিবাচক অভিজ্ঞতা

আমার ক্যাম্পাস প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের নবীনবরণ: শিক্ষার্থীদের ইতিবাচক অভিজ্ঞতা

ছবিঃ আমার ক্যাম্পাস

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় জামালপুর শহরের ব্রহ্মপুত্র কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে দুই শতাধিক নবীন শিক্ষার্থীকে ফুল ও উপহার দিয়ে স্বাগত জানানো হয়। উপহারের মধ্যে ছিল কলম, সংগঠনের সংক্ষিপ্ত পরিচিতি এবং আত্মশুদ্ধিমূলক বই।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক সভাপতি ডা. নিয়াজ রহমান। এছাড়া সাবেক জেলা সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ, অ্যাডভোকেট আব্দুল আওয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা নবীনদের উদ্দেশে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তাদের মতে, এসব গুণই একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

অনুষ্ঠানে উপস্থিত একাধিক নবীন শিক্ষার্থী জানান, ছাত্রশিবির সম্পর্কে তাদের পূর্বের নেতিবাচক ধারণা পরিবর্তন হয়েছে। ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী কুলসুম জাহান নিপা বলেন, আগে নানা ধরনের কথা শুনলেও অনুষ্ঠানে এসে ভিন্ন অভিজ্ঞতা হয়েছে। তিনি জানান, সংগঠনের পক্ষ থেকে কোনো ধরনের চাপ দেওয়া হয়নি, বরং কীভাবে সৎ ও সফল জীবন গড়া যায় সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

অন্য এক শিক্ষার্থী জানান, তিনি আগে শিবির সম্পর্কে ইতিবাচক ধারণা রাখতেন না, তবে অনুষ্ঠানে অংশ নিয়ে তা পরিবর্তন হয়েছে। তার মতে, সংগঠন নারীদের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্মানজনক দৃষ্টিভঙ্গি প্রদর্শন করেছে।

সিএসই বিভাগের বৌদ্ধ শিক্ষার্থী সৈবাল বড়ুয়া বলেন, দাওয়াত পেয়ে বন্ধুদের সঙ্গে এসেছিলেন। অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্য তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ইইই বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ে সঠিক গাইডলাইনের অভাবে অনেক সময় শিক্ষার্থীরা ভুল পথে চলে যায়। তবে এ আয়োজন তাদের জন্য শিক্ষণীয় অভিজ্ঞতা হয়েছে।

শিক্ষার্থীরা মনে করছেন, অন্য সাধারণ আয়োজনের তুলনায় এটি ছিল বেশি শিক্ষামূলক ও দিকনির্দেশনামূলক।

আমার ক্যাম্পাস/মোঃ বেলাল হোসাইন

Link copied!