ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

প্রেসিডেন্ট‍‍`স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন বাকৃবি শিক্ষার্থী মিলন

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫

প্রেসিডেন্ট‍‍`স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলেন বাকৃবি শিক্ষার্থী মিলন

ছবি: আমার ক্যাম্পাস

প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের রোভার মো. মিলন হোসেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির গ্রুপ রোভার স্কাউট লিডার ড. মো. জহিরুল আলম।

এ বছর জাতীয় পর্যায়ের এই সম্মানজনক পুরস্কারের জন্য সারাদেশ থেকে মোট ৫ জন রোভার মনোনীত হয়েছেন। পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার ইশতিয়াক আহমেদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার প্লাবনী হক মিলা, সরকারি ব্রজমোহন কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার রবিন চন্দ্র মজুমদার এবং স্যার আশুতোষ সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার পাভেল মহাজন।

রোভার মিলনের এই অর্জনে আনন্দ প্রকাশ করেছে বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ। 

স্কাউট লিডার ড. মো. জহিরুল আলম বলেন, “আমাদের রোভার মিলন জাতীয় পর্যায়ে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হওয়ায় আমরা সত্যিই গর্বিত। এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, পুরো বাকৃবি রোভার স্কাউট গ্রুপের জন্যও এক বিশাল সম্মান। দীর্ঘদিনের পরিশ্রম, নিষ্ঠা আর দায়িত্ববোধের ফলস্বরূপ মিলন এই স্বীকৃতি পেয়েছে। আমি আশা করি, তার এই সাফল্য ভবিষ্যতের রোভারদের অনুপ্রাণিত করবে এবং তারা দেশ ও সমাজের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখবে।”

আমার ক্যাম্পাস/মুরসালিন আনোয়ার

Link copied!