ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২৫

রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা পুনর্বহাল করেছে ভর্তি উপ-কমিটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা নির্দিষ্ট শর্ত মেনে এ সুবিধা পাবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।

শর্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ নম্বর পেলে একটি বিভাগে সর্বোচ্চ দুইজন পর্যন্ত পোষ্য কোটায় ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তবে সুবিধাভোগী শিক্ষার্থী আবাসিক হলে সিটের আবেদন করতে পারবেন না। ভর্তি প্রক্রিয়ায় কোনো অনিয়ম ধরা পড়লে শিক্ষার্থী ও অভিভাবক উভয়ের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ক্যাম্পাসে বিক্ষোভে নামে শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন। শহীদ শামসুজ্জোহা চত্বরে সমবেত হয়ে তারা মিছিল করে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা “কোটা না মেধা, মেধা মেধা”সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন আগে পোষ্য কোটা বাতিল হয়েছিল। এখন তা পুনর্বহাল করা হলে মেধাভিত্তিক ভর্তি প্রক্রিয়া ব্যাহত হবে। ছাত্র অধিকার পরিষদের শাখা সাধারণ সম্পাদক আল শাহরিয়া শুভ বলেন, “প্রশাসন নির্লজ্জভাবে কোটা ফিরিয়ে এনেছে। আমরা এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব।”

অন্যদিকে আন্দোলনকারীদের দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, প্রশাসন তাদের দাবি আংশিকভাবে বিবেচনায় নিয়েছে। আন্দোলনের অন্যতম নেতা অধ্যাপক আব্দুল আলিম বলেন, “আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দাবি আংশিকভাবে মেনে নেওয়া হয়েছে বলে ধারণা করছি। রাকসু নির্বাচন সামনে থাকায় আমরা কোনো চাপ সৃষ্টি করতে চাই না। বিষয়টি নিয়ে সভা করে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেব।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. মাঈন উদ্দিন বলেন, “শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের শর্তসাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে অতিরিক্ত বিচলিত হওয়ার কিছু নেই।”

আমার ক্যাম্পাস

Link copied!