ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
শিবিরের ভূমিধস জয়

জাকসুতে ভিপি জিতু, জিএস মাজহার

জাবি প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫

জাকসুতে ভিপি জিতু, জিএস মাজহার

ছবিঃ সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে শীর্ষ চারটি পদের মধ্যে তিনটি দখল করেছে শিবির সমর্থিত প্রার্থীরা। তবে সহসভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলনের প্রার্থী আব্দুর রশিদ জিতু। শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করা হয়।

ভিপি পদে জিতু পেয়েছেন ৩,৩৩৪ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে সমন্বিত শিক্ষার্থী জোটের মাজহারুল ইসলাম সর্বোচ্চ ৩,৯৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে দুই প্রার্থী জয়ী হয়েছেন—পুরুষ পদে প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী ফেরদৌস আল হাসান (২,৩৫৮ ভোট) এবং নারী পদে দর্শন বিভাগের শিক্ষার্থী আয়শা সিদ্দিকা মেঘলা (৩,৪০২ ভোট)।

শিবির সমর্থিত জোট এবার মোট ২৫টি পদের মধ্যে ২০টিতে জয়লাভ করেছে।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। তবে ভোটগ্রহণে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ পাঁচটি প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

প্রসঙ্গত, ভিপি নির্বাচিত আব্দুর রশিদ জিতু বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউটের শিক্ষার্থী। জিএস মাজহারুল ইসলাম ইংরেজি বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী। এজিএস নারী পদে জয়ী আয়শা সিদ্দিকা মেঘলা দর্শন বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী এবং এজিএস পুরুষ পদে বিজয়ী ফেরদৌস আল হাসান প্রত্নতত্ত্ব বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী।
 

আমার ক্যাম্পাস/ঐশী ইসলাম

Link copied!