ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসু নির্বাচন

বাঙলা কলেজের শিক্ষার্থী ঢাবির অ্যালামনাই পরিচয়ে নিলেন ডাকসুর পর্যবেক্ষক কার্ড!

মুজাহিদুল ইসলাম

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫

বাঙলা কলেজের শিক্ষার্থী ঢাবির অ্যালামনাই পরিচয়ে নিলেন ডাকসুর পর্যবেক্ষক কার্ড!

ছবিঃ আমার ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনকে পর্যবেক্ষকের কার্ড পেয়েছেন সরকারি বাঙলা কলেজের এক শিক্ষার্থী। কার্ডে লেখা রয়েছে; সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। যদিও বাঙলা কলেজের তৃতীয় বর্ষের এ শিক্ষার্থীর ফেসবুক প্রোফাইল ঘেটে জানা গেছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পরিচালিত অনলাইন নিউজ পোর্টাল ডিইউএএ নিউজের স্টাফ রিপোর্টার। তবু কেন পর্যবেক্ষণ কার্ড, এ নিয়ে চলছে সমালোচনা।


জানা গেছে, মো. শোয়াইব রহমান নামের এ শিক্ষার্থী সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের অনার্স ২০২১-২২ সেশনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অথচ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে পরিচয় উল্লেখ করেছেন এবং ডাকসু নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।


এ ঘটনায় স্বাভাবিকভাবেই নানা প্রশ্ন উঠেছে। যেখানে নিয়ম অনুযায়ী কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হওয়ার যোগ্য, সেখানে অন্য এক প্রতিষ্ঠানের শিক্ষার্থী কীভাবে সদস্যপদ লাভ করলেন? আর সেই সদস্যপদকে ভিত্তি করে কীভাবে তিনি ডাকসুর মতো ঐতিহাসিক প্রতিষ্ঠানের নির্বাচনে পর্যবেক্ষকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন?

বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মুঠোফোনে শোয়াইবের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, “বিষয়টি ভুলক্রমে ঘটেছে। আসলে এটি একটি অনিচ্ছাকৃত ভুল ছিল।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বলছেন, এটি একটি গুরুতর অনিয়ম। তাদের দাবি, “ডাকসু নির্বাচন দেশের শিক্ষার্থীদের কাছে একটি ঐতিহাসিক প্রক্রিয়া। সেখানে একজন বহিরাগত শিক্ষার্থীকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া কেবল নিয়ম ভঙ্গই নয়, নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে।”

শিক্ষার্থীদের অনেকে এই ঘটনাকে ‘প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন এবং অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

আমার ক্যাম্পাস

Link copied!