২০২৫ সালের আলিম ও দাখিল পরীক্ষায় দেশের মোট ১১১টি মাদ্রাসায় পাসের হার শূন্য এসেছে। ফল বিপর্যয়ের এই ঘটনাকে ‘চিন্তাজনক’ উল্লেখ করে সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর প্রতি কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি কেন বাতিল করা হবে না— তা লিখিতভাবে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর মো. ছালেহ আহমদের সই করা পৃথক দুটি নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
এতে বলা হয়, আলিম ও দাখিল পরীক্ষার ফলাফলে এমন বিপর্যয়জনক পরিস্থিতি বোর্ডের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এ অবস্থায় কেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিল করা হবে না, তা ১৫ কর্মদিবসের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

আপনার মতামত লিখুন :