মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিসিএস (পশুসম্পদ) ক্যাডার সার্ভিসে নিয়োগের ক্ষেত্রে সকল পদে শুধুমাত্র সমন্বিত বি.এসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড এনিমেল হাজব্যান্ড্রি ডিগ্রিধারীদের মাধ্যমে পদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করায় আনন্দ মিছিল করেছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) একাডেমিক ভবন থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে শেষ হয়। এতে অনুষদের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন।
আনন্দ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী কুঞ্জ বলেন, “আমাদের দীর্ঘদিনের পরিশ্রম ও দাবির ফলেই এই যুগান্তকারী সিদ্ধান্ত এসেছে। এজন্য আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার ম্যামকে, যিনি আমাদের এই ঐতিহাসিক স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
অন্য একজন শিক্ষার্থী মো. মাহিদুজ্জামান সিয়াম বলেন, “আমরা সত্যিই খুব খুশি, কারণ আমরা দেখেছি অ্যানিমেল হাজব্যান্ড্রি খাতই দেশের লাইভস্টক সেক্টরের প্রায় ৮০ ভাগ দখল করে রেখেছে। এই সিদ্ধান্তের ফলে এখন কম্বাইন্ড ডিগ্রিধারীরা দেশের সব জায়গায় আবেদন করতে পারবে, যা আগে সম্ভব ছিল না।”
গকসুর সাংস্কৃতিক সম্পাদক ও অনুষদের শিক্ষার্থী মো. মারুফ বলেন, “বাংলাদেশের প্রাণিসম্পদ খাতে দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটেছে। এই বৈষম্য নিরসনের মাধ্যমে দেশের পুরো ভেটেরিনারি সেক্টর আজ আনন্দিত ও উৎসাহিত। সমন্বিত ডিগ্রির স্বপ্ন দেখেছিলেন আমাদের গণ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যার। তাই আমাদের আনন্দ আর গর্ব অন্যদের চেয়ে অনেক বেশি।”
উল্লেখ্য, গত ৫ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে জানানো হয় যে, কেবলমাত্র বি.এসসি ইন ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজব্যান্ড্রি ডিগ্রিধারীরাই ভবিষ্যতে বিসিএস (পশুসম্পদ ক্যাডার) পদে আবেদন করতে পারবেন।

আপনার মতামত লিখুন :