জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নাফিস আহনাফ শাহেদ Advanced Materials Science গবেষণায় অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০ লাখ মার্কিন ডলারের সম্মানজনক ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ) এ্যাওয়ার্ড অর্জন করায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। আজ ০৩ নভেম্বর ২০২৫, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জনসংযোগ কার্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত)মোহাম্মদ মহিউদ্দিন, পিএইচডি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাফিস শাহেদ বর্তমানে ইউনিভার্সিটি অব নেব্রাস্কা লিংকন ডক্টরাল গবেষক হিসেবে কর্মরত আছেন।
আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, নাফিস আহনাফ শাহেদ Advanced Materials Science গবেষণায় ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ) এর Designing Materials to Revolutionize and Engineer our Future কর্মসূচির আওতায় ২০ লাখ মার্কিন ডলার অনুদান লাভ করায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত। এ অর্জন পদার্থবিদ্যা গবেষণা ও উদ্ভাবনে তাঁর নিরলস পরিশ্রমের স্বীকৃতি। এতে বিশ্ববিদ্যালয় সুনাম ও গৌরব বৃদ্ধি পেয়েছে। উপাচার্য অভিনন্দন বার্তায়, নাফিস আহনাফ শাহেদ-এর অব্যাহত সাফল্য ও মঙ্গল কামনা করেন।
উল্লেখ, সম্প্রতি ইউনিভার্সিটি অব নেব্রাস্কা লিংকন-এর পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইভগেনি সিম্বাল (Evgeny Tsymbal) এর নেতৃত্বে পরিচালিত গবেষণা দল এই অনুদান লাভ করে। এই প্রকল্পের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যবিজ্ঞান ও আধুনিক গণনামূলক মডেলিংয়ের সমন্বয়ে নতুন উপাদান আবিষ্কার ও উন্নয়নের প্রক্রিয়াকে দ্রুততর ও ব্যয়সাশ্রয়ী করা।

আপনার মতামত লিখুন :