যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইসলামিক নলেজ সিকার্স সোসাইটির (আইকেএসএস) উদ্যোগে অনলাইনে মেয়েদের জন্য শুরু হয়েছে বিনামূল্যে কুরআন ও আরবি ভাষা শেখার কোর্স।
শুক্রবার (৩১ অক্টোবর) যবিপ্রবির আইকেএসএস এর উদ্যোগে অনলাইনে আয়োজিত এক ওরিয়েন্টেশন অনুষ্ঠানের মাধ্যমে কোর্সটির কার্যক্রম শুরু হয়। এ কোর্সে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন এমআই একাডেমির ফিচারড এবং যবিপ্রবির খাদ্য প্রকৌশল ও প্রযুক্তি বিভাগের সাবেক শিক্ষার্থী ফারিয়া সুলতানা।
জানা যায়, কোর্সটির মাধ্যমে অংশগ্রহণকারীরা কুরআনের আয়াতসমূহের অর্থ, ব্যাকরণ ও উচ্চারণসহ আরবি ভাষার মৌলিক জ্ঞান অর্জন করতে পারবেন। পাশাপাশি কুরআনের বার্তা অনুধাবনের মাধ্যমে আত্মিক প্রশান্তি ও জীবনদর্শনের উন্নয়ন ঘটানোই এর মূল উদ্দেশ্য বলে জানান আইকেএসএস সংগঠনটি।
ইসলামিক নলেজ সিকার্স সোসাইটির সভাপতি মেহেদী হাসান বলেন, কুরআন শেখা শুধু অক্ষর বা উচ্চারণ শেখার বিষয় নয়; বরং এটি আত্মার প্রশান্তি ও জীবনের দিকনির্দেশনা খোঁজার এক সুন্দর যাত্রা। আজকের তরুণ প্রজন্ম যদি কুরআনের আলোয় নিজেদের জীবন পরিচালনা করতে পারে, তবে তারা দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারবে।'
তিনি আরো বলেন, আমি মনে করি এই কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু আরবি ভাষার জ্ঞান অর্জন করবে না, বরং তারা জানতে পারবে কুরআনের প্রতিটি আয়াতের গভীর তাৎপর্য। এটি তাদের চিন্তা, আচরণ ও জীবনের উদ্দেশ্যে ইতিবাচক পরিবর্তন আনবে। দীন ও দুনিয়ার সমন্বিত জ্ঞানই আমাদের প্রকৃত উন্নতির পথ দেখাতে পারে। আমরা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করি, তবে প্রতিটি কাজই ইবাদতে পরিণত হয়।

আপনার মতামত লিখুন :