ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

গবির পদার্থবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধানের দায়িত্বে অধ্যাপক ড. পলাশ চন্দ্র কর্মকার

গবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫

গবির পদার্থবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধানের দায়িত্বে অধ্যাপক ড. পলাশ চন্দ্র কর্মকার

ছবিঃ আমার ক্যাম্পাস

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) পদার্থবিজ্ঞান বিভাগের নতুন বিভাগীয় প্রধান হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ড. পলাশ চন্দ্র কর্মকার। তিনি গত ৫ অক্টোবর এ পদে দায়িত্ব গ্রহণ করেন।

ড. পলাশ চন্দ্র কর্মকার এর আগে প্রাইম বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি এন্ড সায়েন্সেস (ইউআইটিএস)–এর ইইই বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউআইটিএস–এ তিনি প্রক্টর ও সহ–প্রক্টরের দায়িত্বও পালন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ড. পলাশ। স্নাতক (সম্মান) পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তিনি স্বর্ণপদক লাভ করেন। পরবর্তীতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- এ স্নাতকোত্তর এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

তিনি ফেলোশিপ নিয়ে ভিয়েতনাম একাডেমি অব সায়েন্স এন্ড টেকনোলজিতে গবেষণা করেন এবং পরবর্তীতে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।

দীর্ঘ প্রায় দুই দশকের শিক্ষকতা জীবনে ড. পলাশ প্রাইম বিশ্ববিদ্যালয়ে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে সহকারী অধ্যাপক হিসেবে ইইই বিভাগে শিক্ষকতা চালিয়ে যান। ২০১২ সালে ইউআইটিএস–এ যোগ দিয়ে ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি প্রাইম বিশ্ববিদ্যালয় ও ইউআইটিএস–এ বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল এডুকেশন (BAETE)–এর সনদপ্রাপ্তির প্রক্রিয়ায় আহ্বায়ক হিসেবে কাজ করেছেন। আউটকাম বেইসড এডুকেশন (OBE) কার্যক্রম বাস্তবায়ন ও গবেষণা কেন্দ্র পরিচালনায়ও সক্রিয় ভূমিকা রাখেন।

জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর ৩৫টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শিক্ষা ও গবেষণায় ধারাবাহিক সাফল্যের জন্য তিনি একাধিকবার স্বীকৃতি পেয়েছেন।

নতুন দায়িত্ব নিয়ে ড. পলাশ চন্দ্র কর্মকার বলেন, “সময়সূচি–নির্ভর শিক্ষাদান, ল্যাব সুবিধার উন্নয়ন, বিভাগে জব প্লেসমেন্ট সেন্টার প্রতিষ্ঠা এবং শিক্ষক–শিক্ষার্থীদের জন্য আরও মানসম্মত পরিবেশ তৈরি করাই আমার লক্ষ্য।”

উল্লেখ্য, গণ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের আগের বিভাগীয় প্রধান ছিলেন অধ্যাপক ক্যাপ্টেন (অব.) মো. জিয়াউল আহসান। তিনি ২০২১ সালের ৩০ জানুয়ারি এ পদে যোগ দেন এবং তাঁর চুক্তির মেয়াদ ২০২৪ সালের ৩১ জানুয়ারি শেষ হয়।

আমার ক্যাম্পাস/সানজিদা খানম ঊর্মি

Link copied!