ঢাকা শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

সহপাঠীকে মারধর করায় কুবি শিক্ষার্থীকে আজীবন হল থেকে বহিষ্কার

কুবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫

সহপাঠীকে মারধর করায় কুবি শিক্ষার্থীকে আজীবন হল থেকে  বহিষ্কার

ছবিঃ আমার ক্যাম্পাস

সহপাঠীকে মারধর করায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আকরাম হোসেনকে আজীবন হল থেকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তুচ্ছ এক ঘটনা নিয়ে আকরাম চৌধুরী তার সহপাঠী শাহপরান হোসাইনকে মারধর করেন। ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সিসি ক্যামেরায় ধরা পড়ে। পরে আহত শিক্ষার্থী শাহপরান বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর গঠিত তদন্ত কমিটি ঘটনার সত্যতা নিশ্চিত করে শৃঙ্খলা বোর্ডে প্রতিবেদন দেয়। শৃঙ্খলা বোর্ড আলোচনার ভিত্তিতে আকরাম চৌধুরীকে আজীবন হল থেকে বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় বা বিভাগের কোনো সংগঠনের সদস্য না করার সুপারিশ করে। একই সঙ্গে অভিযুক্ত দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় বা বিভাগের কোনো ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া আগামী সাত কার্যদিবসের মধ্যে অভিভাবকের উপস্থিতিতে বিভাগীয় প্রধানের তত্ত্বাবধানে উভয় শিক্ষার্থীকে মুচলেকা দিতে হবে। মুচলেকায় উল্লেখ থাকবে, আকরাম চৌধুরী ভবিষ্যতে এমন ঘটনায় জড়ালে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে। আর শাহপরান হোসেন যদি অন্যকে প্ররোচিত করেন, তবে তাকে এক বছরের জন্য বহিষ্কার করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, “আকরাম চৌধুরী প্রশাসনিক ভবনের সামনে শাহপরানকে মারধর করেন। তদন্তে দেখা গেছে, শাহপরানের প্ররোচনায় আকরাম ক্যামেরার সামনে এমন কাজ করেন। শৃঙ্খলা কমিটি অভিযোগের মাত্রা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।” তিনি আরও জানান, দুইজনকেই সাত দিনের মধ্যে মুচলেকা দিতে হবে।

আমার ক্যাম্পাস

Link copied!