ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

হাসিবের শেষ ইচ্ছা পূরণে জবি ছাত্রদলের আইসক্রিম বিতরণ

জবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫

হাসিবের শেষ ইচ্ছা পূরণে জবি ছাত্রদলের আইসক্রিম বিতরণ

ছবিঃ আমার ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রয়াত ছাত্রনেতা ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবের শেষ ইচ্ছা পূরণ করতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে আইসক্রিম বিতরণ করেছে জবি ছাত্রদল।

রোববার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রায় তিন হাজার শিক্ষার্থীর মাঝে আইসক্রিম বিতরণ করা হয়। ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস’ উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ও হাসিবুর রহমান ফাউন্ডেশন।

গত ৩ অক্টোবর রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান হাসিবুর রহমান হাসিব। তার সহপাঠীরা জানান, বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের আইসক্রিম খাওয়ানোর ইচ্ছা ছিলো হাসিবের। সেই ইচ্ছা পূরণ করতেই আজকের এই আয়োজন।

২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিরা ইসলাম বলেন, “হাসিব ভাইয়ের মৃত্যুর পর তার ইচ্ছা পূরণে ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। আমরা আইসক্রিম খেতে পেরে আনন্দিত। আল্লাহ হাসিব ভাইকে জান্নাত নসিব করুন।”

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমার ছোট ভাই হাসিব বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের আইসক্রিম খাওয়ানোর কথা বলেছিল। তার সেই ইচ্ছা পূরণের লক্ষ্যেই আমরা আজ শিক্ষার্থীদের মাঝে আইসক্রিম বিতরণ করেছি। সবাই তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।”

এই উদ্যোগকে ‘মানবিক উদাহরণ’ হিসেবে দেখছেন ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফীন। তিনি বলেন, “হাসিবের মতো মেধাবী ও সাহসী নেতাকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। শাহরিয়ার ও তার পরিবারসহ আমরা তিন হাজার শিক্ষার্থীর মাঝে আইসক্রিম বিতরণ করেছি—এটি হাসিবের প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ। তিনি চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবেন।”

অনুষ্ঠানের উদ্বোধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইছ্ উদদীন। তিনি বলেন, “আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসকে প্রয়াত দুই ছাত্রদল নেতা হাসিব ও জোবায়েদকে উৎসর্গ করেছি। হাসিব ছিলো অত্যন্ত ভদ্র ও বিনয়ী ছাত্র। তার স্মরণে আইসক্রিম বিতরণ উদ্যোগটি ছিলো অত্যন্ত সুন্দর পদক্ষেপ।”

আমার ক্যাম্পাস/রিয়ন

Link copied!