ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

জগন্নাথ ও বেরোবির ছাত্র সংসদ নীতিমালা রাষ্ট্রপতির অনুমোদন পেল

আমার ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫

জগন্নাথ ও বেরোবির ছাত্র সংসদ নীতিমালা রাষ্ট্রপতির অনুমোদন পেল

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এর ছাত্র সংসদ নীতিমালা রাষ্ট্রপতির অনুমোদনের মাধ্যমে অনুমোদিত হয়েছে।

জকসু নীতিমালার বিষয়টি সোমবার (২৭ অক্টোবর) নিশ্চিত করেন এ সংক্রান্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি জানান, “রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন। এবার নির্বাচন কমিশন গঠন ও তফসিল ঘোষণা করা হলে আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু হবে। আশা করছি নির্ধারিত সময়ে জকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো রেজাউল করিম বলেন, “রাষ্ট্রপতির স্বাক্ষরের বিষয়টি আমরা শুনেছি। নীতিমালা হাতে পাওয়ার আগে বিস্তারিত কিছু বলা যায় না। কোনো অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা না থাকলে আমরা নির্ধারিত সময়ে জকসু নির্বাচন সম্পন্ন করতে পারবো।”

এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী জানান, “ছাত্র সংসদ নীতিমালা পাস হয়েছে। আগামীকাল গেজেট প্রকাশিত হতে পারে, ফলে কেন্দ্রীয় ছাত্র সংসদ থেকে আর কোনো বাধা থাকছে না।”

বেরোবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াস প্রামানিক বলেন, “রাষ্ট্রপতি কর্তৃক আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নীতিমালা আজ বিকেলে অনুমোদিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করা হবে।”

আমার ক্যাম্পাস

Link copied!