কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী দ্বীন ইসলাম হৃদয় কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের নেতা কর্মীদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনলে, সেই ব্যাপারটি খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (২৫ অক্টোবর) ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাফায়েত হোসেন সোহেল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তদন্ত কমিটি ঘোষণা করা হয়।
এতে প্রধান হিসেবে আছেন কুবি ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবুল বাশার এবং সদস্য হিসেবে আছেন যুগ্ম-আহ্বায়ক সাইদুল ইসলাম শাওন ও রিয়াজ উদ্দিন অন্তর।
উল্লেখ্য, এই কমিটিকে পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে বিষয়টি খতিয়ে দেখে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানা যায়।

আপনার মতামত লিখুন :