ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: বুয়েট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

বুয়েট প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫

নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য: বুয়েট শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ছবিঃ সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিদফতরের পরিচালক অধ্যাপক ড. এ কে এম মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ট্রিপল ই) বিভাগের ২০২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়ের ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

এর আগে শ্রীশান্ত রায়ের মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। বুয়েটের শিক্ষার্থীরা বিষয়টির দ্রুত তদন্ত ও কঠোর শাস্তির দাবিতে আন্দোলন শুরু করেন।

ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি তদন্ত করে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো বুয়েট প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি।

আমার ক্যাম্পাস

Link copied!