ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত, দুই দিনের শোক পালনের ঘোষণা

জবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস স্থগিত, দুই দিনের শোক পালনের ঘোষণা

ছবিঃ সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনের হত্যাকাণ্ডের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় দিবসের সব অনুষ্ঠান স্থগিত ঘোষণা করেছে এবং দুই দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় প্রশাসন, শিক্ষক, ছাত্রনেতা ও সাংবাদিকদের অংশগ্রহণে ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী ২১ ও ২২ অক্টোবর দুই দিন শোক পালিত হবে। শোকের দিন দু’টির প্রথম দিনে শোক সভা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ব্যাপী শোক র‌্যালি অনুষ্ঠিত হবে। একই সময়ে দুই দিন পরীক্ষাও স্থগিত রাখা হবে; তবে ক্লাস চলবে। কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় দিবসের সব আয়োজন ও আনুষ্ঠানিকতা স্থগিত থাকবে এবং শোক শেষে নতুন একটি তারিখে দিবস উদযাপনের বিষয়টি পুনরায় ঘোষণা করা হবে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন বলেন, শিক্ষার্থীরা তাদের সন্তান; জোবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং শিক্ষক-শিক্ষার্থী-নেতাকর্মীদের সঙ্গে বসে তারা পরবর্তীতে কোনো উদ্যোগ নেবেন। তিনি বলেন, “আমাদের একটাই দাবি— হত্যাকাণ্ডের বিচার। বিচার না হলে আমি আমার শিক্ষার্থীদের নিয়ে পুরান ঢাকা অচল করে দেব।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম জানান, জোবায়েদের মৃত্যু বিশ্ববিদ্যালয় সংসদ ও সম্প্রদায়কে গভীরভাবে শোকাহত করেছে। তাই এবারের বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন স্থগিত রাখা হয়েছে। উপাচার্য আরও বলেন, যদিও সাজসজ্জা থাকবে, তবে কোনো আলোকসজ্জা চালু থাকবে না এবং জোবায়েদ হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত প্রশাসন কর্মসূচি চালিয়ে যাবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংগঠনগুলো ইতোমধ্যে হত্যার ন্যায়বিচারের দাবিতে সশক্ত অবস্থান নিয়েছে; বিভিন্ন শিক্ষা ও ছাত্র সংগঠন বিক্ষোভ ও প্রর্দশন করেছে। প্রশাসন জানিয়েছে, শোক পালন ও বিক্ষোভের সময় সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ থাকবে এবং প্রয়োজনে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।

আমার ক্যাম্পাস

Link copied!