ঢাকা শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

জাতীয় দলের খেলোয়াড় রাকসুর ক্রীড়া সম্পাদক নির্বাচিত

রাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫

জাতীয় দলের খেলোয়াড় রাকসুর ক্রীড়া সম্পাদক নির্বাচিত

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় মোছা. নার্গিস আক্তার ক্রীড়া সম্পাদক পদে জয় পেয়েছেন। তিনি ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের প্রার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম জাতীয় পর্যায়ের কোনো খেলোয়াড় রাকসুর পদে নির্বাচিত হলেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে ২০টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’।

সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য জোট’-এর সালাহউদ্দিন আম্মার, ক্রীড়া সম্পাদক পদে ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’-এর নার্গিস আক্তার এবং বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ তোফা।

ভিপি পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর মোস্তাকুর রহমান (জাহিদ) পেয়েছেন ১২ হাজার ৬৮৭ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন (আবীর) পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট।

রাকসুর এই নির্বাচনে ভোটার ছিলেন ২৮ হাজার ৯০১ জন এবং প্রার্থী ছিলেন ৮৬০ জন। এ নির্বাচনে ১১টি প্যানেল অংশ নেয়, যার মধ্যে আলোচিত ছিল ছাত্রদল, ছাত্রশিবির, বাম জোট, ইসলামী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলগুলো।

আমার ক্যাম্পাস

Link copied!