ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
রাকসু নির্বাচন

নারী ভোটারদের নজরকাড়া উপস্থিতি

রাবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫

নারী ভোটারদের নজরকাড়া উপস্থিতি

ছবিঃ সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই মেয়েদের হলগুলোতে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। আনন্দঘন পরিবেশে তারা ভোট প্রদান করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের নয়টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট দিতে আসা একাধিক নারী ভোটার বলেন, “ভোটের পরিবেশ ভালো, সুষ্ঠুভাবে ভোট দিতে পারছি। কোনো বাধা বা বিশৃঙ্খলা নেই।”

রিটার্নিং কর্মকর্তারা জানান, নারী ভোটারদের অংশগ্রহণ এবারের নির্বাচনের একটি ইতিবাচক দিক।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের রাকসু নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ জন ভোটার ৮৬০ জন প্রার্থীকে ভোট দেবেন। মোট ভোটারের মধ্যে নারী ৩৯ দশমিক ১০ শতাংশ এবং পুরুষ ৬০ দশমিক ৯০ শতাংশ।

কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে ৩০৫ জন, সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদে ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেক শিক্ষার্থী সব মিলিয়ে মোট ৪৩টি ভোট দিতে পারবেন।

রাকসু নির্বাচনে মোট ১০টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল রয়েছে দুটি—ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত। অন্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে বাম জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ছাত্র অধিকার পরিষদ ও ফেডারেশনের ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’, ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’, ছাত্র ইউনিয়নের (একাংশ) ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, ‘আধিপত্যবিরোধী ঐক্য’, নারী ভিপি প্রার্থীর নেতৃত্বে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’, ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’ ও ‘ইনডিপেনডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্স’।

আমার ক্যাম্পাস

Link copied!