চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের অংশ হিসেবে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে সদস্য পদে বিজয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের ছোট ভাই আবু আয়াজ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোররাতে সোহরাওয়ার্দী হলের ফলাফল ঘোষণা করা হয়। তাতে আবু আয়াজের জয় নিশ্চিত হয়।
আবু আয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি সোহরাওয়ার্দী হল শাখা ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি চাকসু নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছিলেন। মনোনয়ন নেওয়ার সময় আয়াজ বলেন, “মনোনয়ন নিয়েছি, তবে নির্বাচন করব কি না, সেটা সাংগঠনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।” পরবর্তীতে সংগঠনের সিদ্ধান্তে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি বিজয়ী হন।
উল্লেখ্য, বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে চাকসুতে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয় পেয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
এর মাধ্যমে দীর্ঘ তিন যুগ পর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ভিপি হয়েছেন ইব্রাহিম হোসেন রনি, জিএস হয়েছেন সাঈদ বিন হাবীব এবং এজিএস হয়েছেন আইয়ুবুর রহমান তৌফিক।
আপনার মতামত লিখুন :