ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
চাকসু নির্বাচন

আজ নয়, বৃহস্পতিবার ঘোষণা হতে পারে চাকসু নির্বাচনের ফল

চবি প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৫

আজ নয়, বৃহস্পতিবার ঘোষণা হতে পারে চাকসু নির্বাচনের ফল

ছবিঃ আমার ক্যাম্পাস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল আজ (বুধবার) ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই। ভোট গণনা সম্পন্ন করতে সাত থেকে আট ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ফলে ফলাফল ঘোষণার সম্ভাব্য সময় হিসেবে বৃহস্পতিবার সকাল নির্ধারণ করা হয়েছে।

চাকসু নির্বাচন কমিশনের সদস্য ও আইটি সেলের প্রধান অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, “ভোট গণনার কাজটি অত্যন্ত নির্ভুলভাবে সম্পন্ন করতে বিশেষজ্ঞদের একটি দল তত্ত্বাবধান করছে। প্রতিটি হলের ভোট তিন ধাপে গণনা করা হচ্ছে। ভোটারদের ব্যবহৃত ব্যালট পেপারগুলো আগেই মেশিনে প্রি-স্ক্যান করা হয়েছে। প্রায় এক লাখ ৪০ হাজার পাতা আমরা পরীক্ষা করেছি, যাতে নিশ্চিত হওয়া যায় সব ব্যালট মেশিনে সঠিকভাবে পড়া যায়।”

অধ্যাপক সাইদুর রহমান আরও বলেন, “মেশিন নিরাপত্তা কোড অনুযায়ী কাজ করছে। কোনো বাইরের পৃষ্ঠা মেশিনে প্রবেশ করলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।”

ভোট গণনায় সময় নিয়ে তিনি বলেন, “যদি ৮০ শতাংশ ভোট কাস্ট হয়, তবে স্ক্যানিং প্রক্রিয়ায় প্রায় সাত ঘণ্টা সময় লাগবে। বিকেল সাড়ে ৪টায় ভোট শেষ হলেও ১৫টি কেন্দ্রের ব্যালট একত্রে আনতে সময় লাগবে। সবকিছু প্রস্তুত করে গণনা শুরু হলে তা শেষ হতে গভীর রাত বা ভোর পর্যন্ত সময় লাগতে পারে। তাই ফলাফল বৃহস্পতিবার সকালে প্রকাশ করা সম্ভব হতে পারে।”

বিকেল চারটায় শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে চাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোট শেষে যথাযথ প্রক্রিয়ায় গণনা শুরু হয়েছে। পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে বড় পর্দায় সরাসরি ভোট গণনার দৃশ্য প্রদর্শন করা হচ্ছে।

আমার ক্যাম্পাস

Link copied!